Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

১। প্রতিষ্ঠার সনঃ ১৯৮৪ খ্রিস্টাব্দ

২। সংক্ষিপ্ত  ইতিহাসঃ Government of  Bengal  কর্তৃক প্রকাশিত  “The Bengal Education Code, 1931”  অনুসারে  The Education Department of  Bengal  এর  The Minister of  Education  এর অন্তর্গত   Directing and Inspecting Agencies: The Department of  Public Instruction  ছিল মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পরিচালনায়। এর প্রধান নির্বাহী ছিলেন একজন   Director  বা পরিচালক। পরিচালকের অধীনে ছিলেন বিদ্যালয় পরিদর্শক, জেলা বিদ্যালয় পরিদর্শক ও সাব-ডিভিশনাল স্কুল ইন্সপেক্টর বা মহকুমা বিদ্যালয় পরিদর্শক। জেলা বিদ্যালয় পরিদর্শক পদটি পরবর্তীতে জেলা শিক্ষা অফিসারে রূপলাভ করে, আর মহকুমা বিদ্যালয় পরিদর্শক পদটি মহকুমা এডুকেশন অফিসার বা মহকুমা শিক্ষা কর্মকর্তা। ১৯৮৩ সালে প্রাক্তন মহকুমা গুলিকে জেলায় পরিণত করা হলে চাঁপাই নবাবগঞ্জ মহকুমা এডুকেশন অফিসার বা মহকুমা শিক্ষা কর্মকর্তা পদটি ১৯৮৪ সালে জেলা শিক্ষা অফিসারে এবং মহকুমা এডুকেশন অফিস জেলা শিক্ষা অফিস নামে পরিবর্তীত হয়।